Privacy Policy
আমরা আপনার গোপনীয়তাকে গুরুত্ব দিই। এই নীতিমালায় ব্যাখ্যা করা হয়েছে কিভাবে আমরা আপনার তথ্য সংগ্রহ, ব্যবহার, সংরক্ষণ এবং সুরক্ষিত করি — বিশেষ করে NFC/QR প্রোফাইল, অর্ডার ও অ্যাফিলিয়েট ফিচার সংশ্লিষ্ট কার্যক্রমে।
Last updated: 18 Sep 2025
1) Scope
এই নীতিমালা NFC Deck প্ল্যাটফর্মের ওয়েবসাইট/অ্যাপ, NFC/QR প্রোফাইল, অর্ডারিং, সাপোর্ট, অ্যাফিলিয়েট-রেফারাল, এবং সম্পর্কিত সেবার উপর প্রযোজ্য। তৃতীয়-পক্ষের ওয়েবসাইট বা সার্ভিসে গেলে তাদের নিজস্ব নীতিমালা প্রযোজ্য।
2) Data We Collect
- অ্যাকাউন্ট তথ্য: নাম, ইমেইল, প্রোফাইল ফটো, ফোন (যদি প্রদান করেন), ভেরিফিকেশন স্ট্যাটাস।
- প্রোফাইল কনটেন্ট: আপনার ডিজিটাল প্রোফাইলের তথ্য যেমন কন্টাক্ট বাটন, সোশ্যাল/ওয়েবসাইট লিঙ্ক, ঠিকানা/ম্যাপ, পোর্টফোলিও, প্রোডাক্ট/সার্ভিস, গ্যালারি ইত্যাদি।
- অর্ডার তথ্য: অর্ডার আইডি, আইটেম/প্যাকেজ, ডেলিভারি ঠিকানা, পেমেন্ট পদ্ধতি (যেমন bKash/COD), ইনভয়েস/ট্রান্স্যাকশন রেফারেন্স।
- অ্যাফিলিয়েট ডেটা (যদি সক্রিয় করেন): ইউজারনেম, রেফারাল লিঙ্ক, কুপন কোড/পরিমাণ, রেফার্ড অর্ডার গণনা ও স্ট্যাটাস।
- ডিভাইস/লগ ডেটা: IP ঠিকানা, ব্রাউজার/ডিভাইস টাইপ, পেজ ভিউ, রেফারার, বেসিক ইভেন্ট লগ (সিকিউরিটি ও ডিবাগিংয়ের জন্য)।
- মিডিয়া আপলোড: আপনি আপলোড করা ছবি/অ্যাসেট (যেমন কার্ড/প্রোফাইল ইমেজ)।
- কুকি ও অনুরূপ প্রযুক্তি: সেশন মেইনটেইন, পছন্দ সংরক্ষণ ও মৌলিক এনালিটিক্সের জন্য ব্যবহার হতে পারে।
3) How We Use Data
- অ্যাকাউন্ট তৈরি/লগইন, প্রোফাইল হোস্টিং ও কাস্টমাইজেশন।
- অর্ডার প্রসেসিং, ডেলিভারি, বিলিং/ইনভয়েসিং।
- রেফারাল/অ্যাফিলিয়েট ট্র্যাকিং, কুপন প্রয়োগ ও বেনিফিট ক্যালকুলেশন।
- সিকিউরিটি, প্রতারণা প্রতিরোধ, টার্মস/পলিসি প্রয়োগ।
- সাপোর্ট/কমিউনিকেশন (ইমেইল/WhatsApp/ইন-অ্যাপ নোটিস)।
- আইনি বাধ্যবাধকতা পূরণ ও ন্যায্য ব্যবসায়িক স্বার্থ রক্ষা।
4) NFC & QR Interactions
NFC/QR স্ক্যানের মাধ্যমে আপনার পাবলিক প্রোফাইল খোলা হলে আমরা মৌলিক ইভেন্ট/কাউন্টার (যেমন পেজভিউ) রেকর্ড করতে পারি — সার্ভিসের গুণমান, অ্যাবিউজ প্রতিরোধ ও সমষ্টিগত এনালিটিক্সের উদ্দেশ্যে। ব্যক্তিগতভাবে শনাক্তযোগ্য তথ্য এ ক্ষেত্রে সীমিত রাখা হয় এবং নীতি/আইন অনুযায়ী ব্যবহৃত হয়।
5) Legal Basis (where applicable)
- চুক্তি পূরণ: আপনার অনুরোধে পরিষেবা দেওয়া (প্রোফাইল/অর্ডার)।
- নির্দিষ্ট সম্মতি: ঐচ্ছিক ফিচার/কমিউনিকেশন/কুকি ইত্যাদি।
- ন্যায্য স্বার্থ: সিকিউরিটি, সাপোর্ট, উন্নয়ন ও প্রতারণা প্রতিরোধ।
- আইনি বাধ্যবাধকতা: ট্যাক্স/অডিট/বিধিবিধান মেনে চলা।
7) Data Retention
আপনার অ্যাকাউন্ট সচল থাকা পর্যন্ত প্রোফাইল/অর্ডার/অ্যাফিলিয়েট সম্পর্কিত তথ্য যুক্তিসংগত সময় পর্যন্ত রাখা হয়। আইনি/অডিট উদ্দেশ্যে কিছু ডেটা বাধ্যতামূলকভাবে দীর্ঘ সময় সংরক্ষিত হতে পারে। অনুরোধ করলে অ্যাকাউন্ট/ডেটা মুছে দিতে আমরা যুক্তিসংগত সময়ের মধ্যে ব্যবস্থা নিই (আইনি ব্যতিক্রম সাপেক্ষে)।
8) Your Rights & Choices
- প্রোফাইল/অর্ডার তথ্য দেখা, আপডেট বা সংশোধন করা।
- ঐচ্ছিক কুকি/কমিউনিকেশন থেকে অপ্ট-আউট।
- ডেটা এক্সপোর্ট/ডিলিট অনুরোধ (যেখানে প্রযোজ্য)।
- মার্কেটিং মেসেজ বন্ধ করা (যদি সক্রিয় থাকে)। আবশ্যিক সার্ভিস নোটিস চলমান থাকতে পারে।
অনুরোধের জন্য Contact পেজে বার্তা দিন।
9) Security
আমরা ইন্ডাস্ট্রি-স্ট্যান্ডার্ড সুরক্ষা ব্যবস্থা (ট্রানজিট এনক্রিপশন, সীমিত অ্যাক্সেস, মনিটরিং) অনুসরণ করি। তবে কোনো অনলাইন সিস্টেম 100% সুরক্ষিত নয়—ব্যবহারকারী হিসেবেও শক্তিশালী পাসওয়ার্ড, 2FA ইত্যাদি ব্যবহারের পরামর্শ দিই।
10) Children
আমাদের সেবা সাধারণত ১৩+ ব্যবহারকারীদের লক্ষ্য করে। আপনি যদি অভিভাবক হন এবং মনে করেন কোনো নাবালকের তথ্য আমাদের কাছে জমা হয়েছে, তাহলে সঙ্গে সঙ্গে যোগাযোগ করুন।
11) International Transfers
আপনার তথ্য যে দেশে সংগ্রহ করা হয়েছে তার বাইরে প্রসেস হতে পারে (সার্ভিস প্রদানকারী/ক্লাউড অবকাঠামোর কারণে)। আমরা উপযুক্ত সুরক্ষা ব্যবস্থা ও চুক্তিগত প্রটেকশন অনুসরণ করি যেখানে প্রযোজ্য।
12) Changes to this Policy
সময়ে সময়ে নীতিমালা আপডেট হতে পারে। পরিবর্তন কার্যকর হওয়ার পরে এই পেজে প্রকাশ করা হবে এবং প্রয়োজনে নোটিস প্রদান করা হবে। নতুন নীতিমালা কার্যকর হওয়ার পরে সেবা ব্যবহার করলে সেটি আপনার সম্মতি হিসেবে বিবেচিত হবে।
13) Contact
এই নীতিমালা, ডেটা রিকোয়েস্ট বা সিকিউরিটি সংক্রান্ত বিষয়ে আমাদের সাথে যোগাযোগ করুন:
- WhatsApp: +8801309241379
- Support: /support
- Terms & Conditions: /terms-and-condition